ভারতে বেড়েছে করোনা সংক্রমণ

|

কয়েকদিন নিম্নমুখী থাকার পর আবারও ভারতে বেড়েছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭১ হাজারের ওপর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মোট প্রাণহানি হয়েছে ১ হাজার ২১৭ জনের। এর মধ্যে শুধু কেরালাতেই মারা গেছেন ৮২৪ জন। প্রাণহানির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে মহারাষ্ট্র। রাজ্যটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ হাজারের ওপর। এছাড়া গেল ২৪ ঘণ্টায় কর্ণাটকে ৫১, তামিনাড়ুতে ৩৭ পশ্চিমবঙ্গে ৩২ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝেই উত্তর প্রদেশ, পাঞ্জাব, মনিপুরসহ কয়েকটি রাজ্যে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশন সভা-সমাবেশ বন্ধ রাখার ঘোষণা দিলেও প্রচারণায় দেখা গেছে লাখো মানুষের ঢল। ফলে শিগগিরিই পরিস্থিতি অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: হিজাব বিতর্কে এবার মুখ খুললেন মালালা

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply