গরু পাচারের মামলায় দেবকে সিবিআইয়ের নোটিশ

|

ছবি: সংগৃহীত।

গরু পাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ভারতের তৃণমূল সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে। এনিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে দেশটির তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) একটি নোটিশ পাঠিয়েছে অভিনেতাকে। আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

তবে দেবের সাথে গরু পাচারের কী সম্পর্ক তা স্পষ্টভাবে জানা যায়নি। এনিয়ে সিবিআই বা দেব কোনো পক্ষই মুখ খোলেনি। জানা গেছে, গরু পাচার সংক্রান্ত মামলা নিয়ে যাদের সাক্ষ্য নেয়া হয়েছে, তাদের বয়ানেই উঠে এসেছে দেবের নাম।

আরও পড়ুন: বিয়ে করলেন সারিকা

এর আগে তদন্তকারীরা জানিয়েছিল, গরু পাচারের লভ্যাংশের বেআইনি অর্থকে বৈধ করতে কিছু প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে পুলিশের বেশকিছু কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই ও ইডি। তবে এখনও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply