বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক প্রদান ও তা তিন বছর পর প্রকাশের বিষয়টি হাস্যকর। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে সচিবালয়ে এমন মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, পিস অ্যান্ড জাস্টিস নামের একটি অখ্যাত প্রতিষ্ঠান এই পদক প্রদান করেছেন। এই প্রতিষ্ঠান বিএনপির হয়ে লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে। এই অখ্যাত প্রতিষ্ঠানের কাছ থেকে সার্টিফিকেট কিনে খালেদা জিয়াকে হাসির পাত্র বানানো হয়েছে।
ড. হাছান মাহমুদ জানান, পশ্চিমবঙ্গে বাংলাদেশের টেলিভিশন দেখানোর বিষয়ে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে।
Leave a reply