তিনদিনের সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রসচিব

|

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন

দ্বিপাক্ষিক সফরে তিনদিনের জন্য ভারতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। খবর বাংলাদেশ সংবাদ সংস্থার।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। শ্রিংলা গত ডিসেম্বরে দুইদিনের সফরের জন্য মাসুদ বিন মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

পররাষ্ট্রসচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চেন্নাই থেকে ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন পররাষ্ট্রসচিব। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মাসুদ বিন মোমেন নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

মাসুদ বিন মোমেন এর আগে বার্ষিক বাংলাদেশ-ইন্ডিয়া ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য ২০২১ সালের ২৭ থেকে ২৯ জানুয়ারি ভারত সফর করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply