পায়ের ইনজুরিতে ছিটকে গেলেন ডিফেন্ডার জর্জি কিয়েল্লিনি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের আগে বড় ধাক্কা খেল য়্যুভেন্টাস।
আজ (৯ ফেব্রুয়ারি) রেডিওলজিক্যাল স্ক্যানের অধীনে যেতে হয়েছে কিয়েল্লিনিকে, জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ইতালির বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্তত ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে এই বর্ষীয়ান ডিফেন্ডারকে। অর্থাৎ, মার্চের আগে মাঠে ফিরতে পারবেন ইয়্যুভেন্টাসের এই তারকা ডিফেন্ডার।
আরও পড়ুন: বার্নলির সাথে পয়েন্ট হারালো ইউনাইটেড
গত রোববার ভেরোনার বিপক্ষে ম্যাচে চোট পান কিয়েল্লিনি। খেলার ৭৫ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। এদিকে টানা ৯ বার সিরি আ লিগ জেতা য়্যুভেন্টাসে’র সময়টা মোটেও ভালো যাচ্ছে না। লিগ টেবিলে ৪ নম্বরে আছে দলটি।
আরও পড়ুন: পিএসজি ছাড়ার কথা ভাবছেন না এমবাপ্পে
Leave a reply