জনপ্রিয়তার তুঙ্গে থাকা স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ ইউটিউব থেকে মুছে দিয়েছিল হ্যাকাররা। গতকাল থেকে ইউটিউবে গানটি খুঁজে পাওয়া যায়নি।
যদিও পরক্ষণে হ্যাকাররা ভিডিওটি আবার চালু করে দেয়। তবে গানের টাইটেলে হ্যাকাররা নিজেদের নাম ও তার সঙ্গে লিখে রেখেছিল ‘ফিলিস্তিনকে মুক্ত কর’ কথাটি। আর গানের ভিডিওতে যোগ করে মুখোশ পরা একদল বন্দুকধারীর পোস্টার।
এখন অবশ্য গানটি ‘ভিবো’ প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে আগের মতোই পাওয়া যাচ্ছে। ৫০২ কোটির বেশি ভিউয়ারসহ হ্যাকাররা ভিডিওটি আগের অবস্থানে ফিরিয়ে দিয়েছে। এমনকি গানের উপর থেকে হ্যাকাররা তাদের পোস্টার, টাইটেলসহ বাকি সব কিছুই মুছে দিয়েছে।
তবে যতক্ষণ হ্যাকিং অবস্থায় ছিল ততক্ষণ ‘ভিবো’ তাদের চ্যানেলে প্রবেশ করতে পারেনি। গানটি হ্যাকিং থেকে মুক্ত হবার পর, হ্যাকাররা তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, তারা আসলে একটু মজা করার জন্য ‘ভিবো’র ইউটিউব চ্যানেলটি হ্যাকড করেছিল।
Leave a reply