৬৬ জন যাত্রী নিয়ে ইঞ্জিন কভার রেখেই উড়লো বিমান!

|

ছবি: সংগৃহীত

ইঞ্জিন কভার ছাড়াই আকাশে বিমান উড়ে যাচ্ছিল। ততক্ষণে বিমান থেকে ওই ইঞ্জিন কভার উড়ে নিচের রানওয়েতে পড়ে। ‘আলিয়ান্স এয়ার’ বিমান পরিষেবা সংস্থার এমন কাণ্ডে সবাই হতবাক হয়ে যান। আর গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে ডিজিসিএ। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে মুম্বাই বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে। রানওয়েতে ইঞ্জিন কভার রেখে আকাশে উড়াল দিয়েছিল বিমান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে মুম্বাই থেকে ভূজগামী এক বিমানের ইঞ্জিন কউল (কভার) রানওয়েতে পড়ে থাকতে দেখা গেলে চাঞ্চল্য তৈরি হয়। পরে জানা যায়, উড়ে যাওয়া বিমানটি কোনো ইঞ্জিন কভার ছাড়াই নির্দিষ্ট গন্তব্যের পথে রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় ওই বিমানটি ‘আলিয়ান্স এয়ার’ বিমান পরিষেবা সংস্থার। এরপরই বিমান সংস্থা কর্তৃপক্ষের অন্দর মহলে চাঞ্চল্যের তৈরি হয়।

আরও পড়ুন: আফগানিস্তানের রিহ্যাব সেন্টারে মানুষের মাংস খাচ্ছে রোগীরা!

এদিকে, ডিজিসিএ জানিয়েছে ইঞ্জিন কভার না থাকলেও বিমানটি ভূজে নিরাপদে অবতরণ করেছে। মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পক্ষ থেকে পুরো ঘটনার কথা জানানো হয় বিমান উড্ডয়নের পরই।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply