ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের লড়াই শুরু হলো আজ থেকে। প্রথম ধাপে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় ১১ জেলার ৫৮ কেন্দ্রে চলছে ভোট। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আগামী ২ সপ্তাহ ধরে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে। সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভোট হবে মোট ৭ পর্বে। দ্বিতীয় ধাপের ভোট আগামী ১৪ ফেব্রুয়ারি। উত্তর প্রদেশের ৫৫ কেন্দ্রের পাশাপাশি ওই দিন ভোট হবে পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ার সব আসনে।
ভারতে বিধানসভা নির্বাচনকে দেখা হচ্ছে ২০২৪ এর জাতীয় নির্বাচনের ব্যারোমিটার হিসেবে। শ্রীকান্ত শর্মা, সুরেশ রানা, চৌধুরি লক্ষ্মী নারায়ণসহ বেশ কয়েকজন মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে এই ভোটাভুটিতে। ৫ রাজ্যই বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্যগুলোয় জোয়ার চলছে। ৫ রাজ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। আমাদের দল জনগণের সেবার সুযোগ পাবে। আমাদের ধর্মীয় আর সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও একতা আছে। অথচ অনেক রাজনীতিবিদ নিজেদের স্বার্থের জন্য বিভেদ তৈরি করে।
ইউএইচ/
Leave a reply