সাবেক ইংলিশ ফুটবলার ওয়েইন রুনি বলেছেন, অতিরিক্ত মদ্যপানের কারণে মরতে বা কাউকে মেরে ফেলতে পারেন ভেবে ভীত ছিলেন তিনি।
বর্তমানে ডার্বি কাউন্টির ম্যানেজার এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক সাবেক এই তারকা ফরোয়ার্ড নিজ জীবন সম্পর্কে বিবিসির সাথে আলাপচারিতায় এসব কথা বলেন। নিজ জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে ওয়েইন রুনি জানান, অ্যালকোহলে আসক্তির কারণে মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়েছিল তার। সে সময় সম্ভাব্য সবচেয়ে খারাপ কী ঘটতে পারতো, এমন প্রশ্নের জবাবে রুনি বলেন, সম্ভবত মৃত্যু।
জীবনে কী কী ভুল করেছেন ওয়েইন রুনি, সে সম্পর্কে বলতে গিয়ে এই ৩৬ বছর বয়সী তারকা বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছি আমি। নিজে যেমন মারা যেতে পারতাম, তেমনি মারতে পারতাম অন্য কাউকে। এরচেয়ে খারাপ তো কিছু হতে পারে না। আমি জানতাম যে আমার সাহায্য দরকার; এমন কারো সাহায্য যে আমাকে ও আমার পরিবারকে বাঁচাতে পারবে।
রুনি জানতেন, ফুটবলার হিসেবে ক্যারিয়ার টিকিয়ে রাখতে অনেক কিছুই গোপন করতে হতো তার। তিনি বলেন, ১০-১৫ বছর আগে ড্রেসিংরুমে গিয়ে আমি বলতে পারতাম না যে, অ্যালকোহল আর মানসিক স্বাস্থ্য নিয়ে বাজে অবস্থায় দিন কাটাচ্ছি আমি।
Leave a reply