রাজধানীতে প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের মানববন্ধন

|

এডিপিভুক্ত প্রকল্পে জেলা প্রশাসকদের দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যে চিঠি পাঠিয়েছে তা বাতিলের দাবি জানিয়েছে প্রকৌশলীদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে আইইবি সদর দফতরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রকৌশলীরা দাবি করেন, তাদের কোনো কাজ, ডিসিদের বোঝার ক্ষমতা নেই। তাই জেলা প্রশাসকদের কাজ তদারকির কোনো তথ্য দিতে প্রকৌশলীরা বাধ্য নয়। এমন সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা হওয়া দরকার ছিল বলেও মন্তব্য করেন তারা। এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের শাস্তির দাবিও করেন মানববন্ধনকারীরা। দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় দেন প্রকৌশলীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply