পাবিপ্রবিতে গণনিয়োগে অনিয়মের অভিযোগ, উপাচার্য অবরুদ্ধ

|

পাবিপ্রবির উপাচার্য অবরুদ্ধ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গণনিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে হট্টগোলে রিজেন্ট বোর্ড সভা বাতিল করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীকে অবরুদ্ধ করা হয়েছে।

মেয়াদ শেষ হবার সময়ে এসে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাবিপ্রবি উপাচার্য ১০২ জনের নিয়োগ চূড়ান্ত করতে রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করেছিলেন। সকালে সভা শুরুর পরই বোর্ড সদস্যরা নিয়োগ নিয়ে আপত্তি তোলেন। এতে ক্ষুব্ধ হয়ে উপাচার্য সভা স্থগিতের ঘোষণা দেন। এই ঘোষণায় ক্ষুব্ধ হন পদোন্নতির অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মকর্তারা। তারা উপাচার্যকে তার কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।

এর আগে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে গণিত বিভাগের শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা, অনিয়ম ও একই বিভাগের চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ করেছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

আরও পড়ুন: পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগ

প্রসঙ্গত, আগামী ৬ মার্চ উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর দায়িত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply