কাশ্মিরে সহিংসতায় সেনাসহ পাঁচজনের মৃত্যু

|

ভারতের জম্মু-কাশ্মিরে সহিংসতায় প্রাণ গেছে চার বেসামরিক নাগরিক ও এক জওয়ানের। এরপর বুধবার থেকে শুরু হওয়া ভারতীয় সেনাবাহিনীর অভিযান চলছে এখনও। এ অভিযানে আহত হয়েছে শতাধিক মানুষ।

জানা যায়, উপত্যকা অঞ্চলটিতে ভারতীয় সেনাবাহিনীর দমন-পীড়নের প্রতিবাদে, বাসিন্দাদের বিক্ষোভ কর্মসূচি থেকে সহিংসতার সূত্রপাত। কর্তৃপক্ষের দাবি, কর্মসূচি চলাকালীন দক্ষিণের কুলগ্রাম জেলার খুদওয়ানি গ্রামে, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার হামলায় এক সেনাসদস্য নিহত হয়। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। বিক্ষোভের সুযোগে হামলাকারীরা পালিয়ে গেলে, দু’পক্ষের গোলাগুলির মাঝে পড়ে প্রাণ যায় চার কাশ্মিরির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply