কানাডার আদলে নিউজিল্যান্ডে অব্যাহত রয়েছে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ। অস্থিতিশীলতার অভিযোগে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এরইমধ্যে আটক করা হয়েছে অন্তত ১২ জনকে।
গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন হাজারো বিক্ষোভকারী। এরপর সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর সেখানে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে উদ্যোগী হয় নিরাপত্তা বাহিনী। এ সময় গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীদের।
এর আগে, পার্লামেন্ট চত্ত্বরে অবস্থান এবং সমাবেশের ওপর কড়াকড়ি আরোপ করেন দেশটির স্পিকার। তবে বিক্ষোভকারীদের দাবি, বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপের মাধ্যমে ব্যক্তিস্বাধীনতা হরণ করছে সরকার। সেই সাথে, আইনপ্রণেতাদের সাথে আলোচনার দাবিও জানান তারা।
আরও পড়ুন: ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ যেকোনো মূল্যে দমনের ঘোষণা ট্রুডোর
Leave a reply