রোনালদোর গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

|

ফিরতি লেগের ম্যাচ হেরেও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের পেনাল্টি গোলে সেমিফাইনালের টিকিট পেল রিয়াল মাদ্রিদ। শিরোপার থেকে মাত্র দুই ম্যাচ দূরে থাকা রিয়াল এ নিয়ে টানা ৮ মৌসুম সেমিফাইনালে খেলার অনন্য রেকর্ড গড়েছে। ঘরের মাঠে য়্যুভেন্টাসের কাছে ৩-১ গোলে হারে তারা। এদিকে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে শেষ চারের টিকিট পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

নাটকীয় ম্যাচের শেষ দৃশ্যে হঠাৎ নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। খলনায়ক হতে পারতেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার, অন্তত বুফন যেভাবে তার দিকে তেড়ে এসেছিলেন তাতে। লাল কার্ড দেখে বুফন যখন মাঠ ছাড়ছেন ভিডিও রিপ্লেতে স্পষ্ট হিগুয়েনের ফাউলে পেনাল্টি দেয়া ছাড়া আর গতি ছিল না রেফারির।

ইনজুরি টাইমের শেষক্ষণে পেনাল্টি থেকে পাওয়া এই গোলই ইতি টেনে দেয় দম বন্ধ উত্তেজনার। বুনো উদযাপনে হারের আক্ষেপ ছাপিয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আরো এক ধাপ কাছে গ্যালাকটিকোরা।

প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকলেও বান্যার্বুতে দুঃস্বপ্নের মত শুরু হয় স্বাগতিক রিয়াল মাদ্রিদের। ম্যাচের ২ মিনিটে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে মারিও মানজুকিচের অসাধারণ হেডে লিড নেয় য়্যুভেন্টাস।

বিরতির আগে ৩৭ মিনিটে আবারও রিয়ালের রক্ষণ ভেদ করে ব্যবধান দ্বিগুণ করের মানজুকিচ। প্রায় একই রকম হেডে স্তব্দ হয়ে যায় পুরো স্টেডিয়াম।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও উল্টো ৬১ মিনিটে আরেক গোল খেয়ে বসে গ্যালাক্টিকোরা। কেইলর নাভাসের অবিশ্বাস্য ভুলের ফায়দা তুলে ব্লেইস মাতুইদির গোলে দুই লেগ মিলিয়ে স্কোর লাইন দাঁড়ায় ৩-৩।

পেন্ডুলামের মত দুলতে থাকে দু দলের চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল সমীকরণ। তবে ইনজুরি টাইমে লুকাস ভাসকেজ’কে বাজেভাবে ট্যাকেল করলে পেনাল্টি পায় রিয়াল। রোনালদোর গোল ৪-৩’র জয়ে সেমিফাইনালে পৌঁছে দেয় জিনেদিন জিদান শীষ্যদের।

আরেক ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় দ্রুতগতির ফুটবল উপহার দিয়েও গোল পায়নি বায়ার্ন মিউনিখ-সেভিয়া। ৩৮ মিনিটে উপলক্ষ পেতে পারত স্বাগতিক দর্শকরা। তবে ফ্রাঙ্ক রিবেরিকে হতাশ করেন সেভিয়া গোলরক্ষক ডেভিড সোরিয়া। বিরোতির আগে অবশ্য সুযোগ পায় সেভিয়া, তবে রাফিনিয়ার কল্যানে বেঁচে যায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধের ম্যাচেও সুযোগ হাতছাড়া করে দু’দল। ফলে গোল শুন্য ড্র’য় মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত দুই লেগ মিলে ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল নিশ্চিত করে জার্মান জায়ান্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply