ফিলিস্তিনের স্বার্থেই ইসরায়েলের সাথে সম্পর্ক গড়বে না তুরস্ক

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক গড়বে না তুরস্ক, বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। খবর ডেইলি সাবাহর।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, ইসরায়েলের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রাখলেও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না তুরস্কের। এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নতুন করে আলোচনা শুরু করেছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইসরায়েলের ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। দুই রাষ্ট্র নীতিতে দুই দেশের সাথে সম্পর্ক আছে এমন দেশ হিসেবে আমরা পূর্বে যা করেছি তাই করবো বলে জানান তিনি।


/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply