পেরুতে বাস খাদে পড়ে নিহত ২০

|

ছবি: সংগৃহীত

পেরুর উত্তরাঞ্চলে ৩শ’ ফুট গভীর খাদে পড়ে যাত্রীবাহী বাসের কমপক্ষে ২০ আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) লিবারতাদ প্রদেশে ঘটে এ দুর্ঘটনা।

পেরুর স্থানীয় সরকারের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দেশটির প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদ অঞ্চলে বাসটি ১০০ মিটার ঢালে পরে যায়। বাসটি তায়াবাম্বা থেকে ত্রুজিলো যাচ্ছিল। এ অঞ্চলে রাস্তা খারাপ হওয়ার কারণে একটি বাস ৩৪০ কিলোমিটার যেতে সময় নেয় প্রায় ১৪ ঘণ্টা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তায়াবাম্বা থেকে ত্রুজিলো যাচ্ছিল বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় গভীর খাদে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, রাস্তার বেহাল দশা, ট্রাফিক আইন না মানা ও বেপরোয়া গতির কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে পেরুতে।

আরও পড়ুন: মৃত্যুর দুই বছর পর চেয়ারে বসা মরদেহ উদ্ধার

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply