মাঠে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়: ইসি রফিকুল ইসলাম

|

বিদায়ী নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ফাইল ছবি

রাসেল আহমেদ:

মাঠে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন বিদায়ী নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নির্বাচনে ব্যর্থতার দায় কেবল কমিশনের নয় বলেও মন্তব্য কমিশনের অন্য সদস্যদের।

তাদের মতে, ইসি ভোট আয়োজন করলেও তা বাস্তবায়ন করে অন্য বিভাগের কর্মকর্তারা। অনিয়ম করলেও তাদেরকে শাস্তির আওতায় আনা কঠিন। পাশাপাশি সিইসির একক ক্ষমতা কমিশনের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে বলেও মন্তব্য তাদের।

বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়েছে দ্বাদশ নির্বাচন কমিশনের। ভোটযুদ্ধের মূল আয়োজক হলেও সকল অংশগ্রহণকারীর মন জয় করতে পারেনি বর্তমান ইসি। মুখ ফিরিয়ে নিয়েছেন ভোটের মালিকরাও। সর্বনিম্ন ভোটের হার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, সবমিলে উৎসবহীন ভোটের আয়োজন ছিল রেকর্ড সংখ্যক।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে গণতন্ত্রের অনুপস্থিতি সুষ্ঠু ভোটের অন্তরায়। অনিয়মের অভিযোগ থাকলেও বর্তমান কাঠামোয় ভোট কর্মকর্তাদের শাস্তি দেয়ার সুযোগ কম।

আইন অনুযায়ী কেবল প্রধান নির্বাচন কমিশনারের কাছেই দায়বদ্ধ ইসি সচিবালয়। এ নিয়ে অভিযোগ দিয়েছিলেন অপর তিন কমিশনার। সিইসির একক কর্তৃত্বকেও বাধা বলছেন কেউ কেউ। দু’একটি নির্বাচন ছাড়া সমালোচনা নিয়েই বাড়ি ফিরেছেন অধিকাংশ ইসি। সুনাম কুড়ানো নির্বাচনের বেশিরভাগই ছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে।

আরও পড়ুন: সার্চ কমিটির চিঠি পেলেও নাম দেয়ার আগ্রহ নেই বিএনপির

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply