সাগর-রুনি হত্যা মামলা পেশাদারিত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এমন দাবি করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, এ মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা পায় নজর রাখা হচ্ছে সেদিকেও। এ পর্যন্ত ১৬০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শীঘ্রই মামলাটির বিষয়ে আশানুরূপ তথ্য পাওয়া যাবে বলে দাবি করেন খন্দকার মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, যে কোনো মামলার তদন্ত সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে করে র্যাব। সাগর-রুনি হত্যা মামলার তদন্তও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই করা হচ্ছে। সাগর-রুনি হত্যা মামলার তদন্তে যেসব তথ্য উপাত্ত ও আলামত পরীক্ষা নিরীক্ষা করা দরকার র্যাব তা করছে।
উল্লেখ্য, সাগর রুনির হত্যাকােণ্ডর এক দশক পেরিয়ে গেলেও এখনও খোলা যায়নি রহস্যের জট। স্পর্শকাতর এই মামলাটি নিয়ে তদন্ত সংস্থা কোনো অগ্রগতিই জানাতে পারেনি। এখন পর্যন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ৮৫ বার।
/এডব্লিউ
Leave a reply