ফিফা র‍্যাঙ্কিংয়ে দুইয়ে ব্রাজিল, চারে আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের ওয়েবসাইটে সম্প্রতি একটি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে শীর্ষে আছে বেলজিয়াম। বেলজিয়ামের পরের অবস্থানেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা একধাপ এগিয়ে আছে চারে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ফিফা এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে তালিকার তিনে আছে ২০১৮ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ায় পেছনে যেতে হয়েছে ইংল্যান্ডকে। তারা আছে তালিকার পাঁচে। র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।

চার বছর পর র‍্যাঙ্কিংয়ের প্রথম চারে উঠে আসলো আর্জেন্টিনা। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে এসেছিল। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা। তবে গতবছর দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে হয়েছে কোপা চ্যাম্পিয়ন। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বেও হারিয়েছে চিলি ও কলম্বিয়ার মতো দলকে।

এদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাস সেরা অবস্থানে উঠে এসেছে সেনেগাল। আফ্রিকান নেশনস কাপ জয়ী দলটির অবস্থান এখন ১৮ নম্বরে। ক‍্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে গত রোববার আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মিশরকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। আফ্রিকার মহাদেশ সেরা প্রতিযোগিতাটির রানার্সআপ মিশর ১১ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছে। তৃতীয় হওয়া ক্যামেরুন ১২ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply