ইউক্রেন উত্তেজনা: পোল্যান্ডে নামলো মার্কিন যুদ্ধবিমান

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই পোল্যান্ডের বিমানঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির লাস্ক শহরের বিমানঘাঁটিতেই অবতরণ করে এটি। মূলত, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান জানান দিতে, রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করা এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমানটি। খবর রয়টার্সের।

পোল্যান্ডে মার্কিন যুদ্ধবিমান অবতরণের বিষয়টি বৃহস্পতিবার টুইট বার্তায় নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক। তিনি বলেন, ‘লাস্ক শহরে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ অবতরণ করেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বহরকে সহায়তা করবে।’ তবে ঠিক কতগুলো যুদ্ধবিমান অবতরণ করেছে তা জানাননি মারিউস।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শতাধিক একর বনাঞ্চল

এদিকে, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর জবাবে পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক উপস্থিতি জোরদার করেছে ন্যাটো। ফলে গোটা ইউরোপে এখন বাজছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, এমনটিই আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। ইউক্রেনের সাধারণ নাগরিকরাও তাই আত্মরক্ষার্থে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply