কাজ থেকে ফিরছিলেন পেশায় কাঠমিস্ত্রি মহম্মদ মেহবুব। বাড়ি থেকে কর্মস্থল থেকে হাঁটাপথ। সেখানে যাওয়ার পথে একটি রেললাইন পার হয়ে যাতায়াত করে স্থানীয় বাসিন্দারা। একটি মালগাড়ি আসতে দেখে লাইনের এ পারেই দাঁড়িয়ে পড়েন মেহমুদ এবং আরও কয়েকজন পথচারী।
মালগাড়িটি তখনও বেশ কিছুটা দূরে। লাইনের ধারে বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিল একটি পরিবার। হঠাৎ মেয়েটি লাইনের উপর পড়ে যায়। উঠে সরে আসার চেষ্টা করছিল সে। ততক্ষণে একেবারে কাছে চলে আসছিল মালগাড়িটি।
সবাই যখন কী করবে বুঝেতে পারছিল না, তখন মেহমুদ নিজের জীবনের তোয়াক্কা না করে লাফ দিয়ে মেয়েটিকে লাইনের মাঝে নিয়ে আসেন। ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে নিজের এবং মেয়েটির মাথা স্লিপারের মাঝে চেপে রেখেছিলেন। মালগাড়িটি ততক্ষণে তাদের মাথার উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটছিল। ট্রেনটি চলে যেতেই মেয়েটিকে নিয়ে লাইন থেকে ওঠেন মেহমুদ। তাদের গায়ে একটুও আঁচড় লাগেনি।
Leave a reply