সাতক্ষীরায় টিউবওয়েলের পানিতে জ্বলছে আগুন

|

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পার্শ্বেমারী গ্রামে মসজিদের নলকূপ স্থাপনের সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। টিউবওয়েল থেকে পানি তোলার সময় কৌতুহলবশত ম্যাচের কাঠি জ্বালিয়ে টিউবয়েলের মুখে ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।

শনিবার (১২ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার পার্শ্বেমারী গ্রামে বায়তুন নুর জামে মসজিদের সদ্য স্থাপিত নলকূপ থেকে পানি তোলার সময় এঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, শ্যামনগরের দ্বীপ খ্যাত গাবুরা ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি। এ অঞ্চলের মানুষের পানি সমস্যা নিরসনে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম রবির অর্থায়নে পার্শ্বেমারী গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। শনিবার সেই টিউবওয়েলে পানি তোলার সময় গ্যাসের গন্ধ পাওয়া যায়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানোর সাথে সাথে সেখানে আগুন জ্বলতে থাকে।

আরও পড়ুন: বরিশালে ‘চাচা বনাম ভাতিজা’ বেশি খাওয়ার প্রতিযোগিতা

গাবুরা চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। এর আগেও ঐ এলাকায় নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। ধারনা করছি মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। সরকারিভাবে এখানে পরীক্ষা করা হলে প্রকৃত ঘটনা বোঝা যাবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply