করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।
২০০৭ থেকে ২০১১, এই চার বছর বাংলাদেশের প্রধান কোচের ভূমিকা পালন করেছেন সিডন্স। তার অধীনে ১৯ টেস্টের মধ্যে বাংলাদেশ জিতেছে ২টি আর হেরেছে ১৬টিতে। ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৫৩ হারের বিপরীতে জয় ছিল ৩১টি। টি-টোয়েন্টিতে অবশ্য ৮ ম্যাচের ৮টিতেই হেরেছিল টাইগাররা। তবে অনেকের দাবি, জয়-পরাজয় ছাপিয়ে তার অধীনে ব্যাটিংয়ে উন্নতি করেছিল বাংলাদেশ। সেই সিডন্স এবার বাংলাদেশে এসেছেন ব্যাটিং পরামর্শক হয়ে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল সিডন্সের। বাংলাদেশে ফিরে সিডন্সও বেশ খুশি ছিলেন। সেটি বোঝা গেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোর মাধ্যমেই। তবে এরইমধ্যে মহামারি ভাইরাসে আক্রান্ত হলেন তিনি।
যদিও আফগানদের বিপক্ষে সিরিজের এখনও বাকী বেশ কিছু দিন। ১৮ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএল। আর ২৩ ফেব্রুয়ারি শুরু হবে আফগানদের বিরুদ্ধে লড়াই। এর মধ্যে করোনা নেগেটিভ হলে সেটি হবে টাইগারদের জন্য স্বস্তির।
জেডআই/
Leave a reply