এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।
বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৫২ শতাংশ, যশোর বোর্ডে ৯৮ দশমিক ১১ শতাংশ, সিলেট বোর্ডে ৯৪ দশমিক ৮০ শতাংশ, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৭ দশমিক ৪৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯২ দশমিক ৪৩ শতাংশ, রাজশাহী ৯৭ দশমিক ২৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৯৫ দশমিক ৭১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক ৩৯ শতাংশ, মাদরাসা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ ৯২.৮৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ২ ডিসেম্বর শুরু হয়ে এইচএসসি পরীক্ষা; চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। করোনার কারণে এবার বিষয় ও মান কমিয়ে সংক্ষিপ্ত পরিসরে নেয়া হয় পরীক্ষা। তিনটি পরীক্ষার নম্বর ও সাবজেক্ট ম্যাপিং করে সবগুলো বিষয়ের ওপর চূড়ান্ত মার্কশিট পাবেন শিক্ষার্থীরা।
/এনএস
Leave a reply