লন্ডনে পানশালার ছাদ ধসে আহত ১৩

|

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি পানশালার ছাদ ধসে অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) গ্রিনউইচ মিন টাইম ১৬টা ৫০ মিনিটে শহরটির হ্যাকনি উইক এলাকার একটি পানশালায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের কর্মীরা ভেঙ্গে পড়া ছাদের নিচ থেকে অন্তত সাত জনকে উদ্ধার করেছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। বাকি ১০ জন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনাটি থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া হাল নামের এক মানসিক স্বাস্থ্যকর্মী বলেন, ছাদ ভেঙ্গে পড়ার শব্দটি বেশ বিকট ছিল, অনেকটা ভূমিকম্পের সময় যেমন হয়, তেমন। এরকম পরিস্থিতির জন্য কেউই আসলে প্রস্তুত থাকে না।

লন্ডন ফায়ার ব্রিগেডের স্টেশন কমান্ডার সাশা ক্লিমেন্ট জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে সাত জনকে উদ্ধার করেছে। এ সময় কর্মীরা ছাদের অবশিষ্ট অংশে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে বাইরে বের করে আনতে মই ব্যবহার করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply