সীমান্ত সঙ্কট মেটাতে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সাথে জরুরি বৈঠক করতে চায় ইউক্রেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিত্রো কুলেবা। সিএনএনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।
এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তে কেন বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হলো, বারবার অনুরোধের পরও এই তথ্য প্রকাশে অস্বীকৃতি জানাচ্ছে মস্কো। তাদের অবস্থান এবং পদক্ষেপ স্পষ্টভাবে জানতেই জরুরি বৈঠকের প্রস্তাব দেয়া হলো। এ বৈঠকে উপস্থিত থাকতে পারে ইউরোপীয় মিত্ররাও।
মার্কিন গোয়েন্দা সংস্থার পূর্বাভাস, আগামী দুদিনের মধ্যে ইউক্রেনের ভূখণ্ডে বিমান হামলা চালাতে পারে পুতিন প্রশাসন। সে আতঙ্কে, যুক্তরাষ্ট্র ও রাদের ডজনখানেক মিত্র দেশ কিয়েভ থেকে সরিয়ে নিয়েছে নিজ নাগরিকদের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দূতাবাস-কনস্যুলেটগুলো। বিকল্প দফতর থেকে চালানো হবে কার্যক্রম, দেয়া হয়েছে এ ঘোষণাও।
এদিকে, সম্ভাব্য আগ্রাসনের অভিযোগ অস্বীকার করলেও, কিয়েভ থেকে কর্মকর্তাদের সরাচ্ছে রাশিয়াও।
/এসএইচ
Leave a reply