বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ ২ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করে ২১ বিজিবি ব্যাটালিয়ন।
এনিয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরই এলাহী জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালায় সোমবার। এসময় ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০ পিস স্বর্ণের চালান আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৫) এবং একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান(২৮)।
জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক স্বর্ণ বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে বলে জানানো হয়।
এসজেড/
Leave a reply