রাজবাড়ী প্রতিনিধি:
রেলব্রিজের ওপর বসে কথা বলছিলেন প্রেমিক-প্রেমিকা। এমন সময় ট্রেন আসতে দেখে রেলব্রিজ থেকে লাফিয়ে জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুগল।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে এমন ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে। পাংশা থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত প্রেমিক শামীম হোসেনের (২২) ডানহাত ও প্রেমিকার (১৮) মাজার হাড় ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তারা দু’জনেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেমিক শামীম পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের শাহজাহান খানের ছেলে। সে নরসিংদী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন। প্রেমিকার বাড়ি কালুখালী উপজেলায়।
জানা গেছে, ওই প্রেমিক যুগল কালিকাপুর রেলব্রিজের ওপর বসে কথা বলছিলেন। এমন সময় রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়াগামী একটি ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে ওই প্রেমিক-প্রেমিকা জীবন বাঁচাতে নিচে ঝাঁপ দেয়। এতে প্রেমিক শামীমের একটি হাত এবং প্রেমিকার মাজার হাড় ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে দু’জনকে ফরিদপুর পাঠানো হয়। মেয়েটির অবস্থা আশঙ্কানজক।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আকাশ বলেন, আহত ওই প্রেমিক-প্রেমিকাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
ইউএইচ/
Leave a reply