বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া

|

ছবি: সংগৃহীত

বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া। রোববার এক ডিক্রি জারি করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কয়েস সাঈদ। এতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের ওপর কর্তৃত্ত করতে অতিরিক্ত ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট।

আরও বলা হয়, দায়িত্ব লঙ্ঘন, পদোন্নতি বা মনোনয়নে আপত্তি করবেন যেসব বিচারক তাদের অব্যাহতি দিতে পারবেন প্রেসিডেন্ট। এর পাশাপাশি বিচারকদের ধর্মঘটও নিষিদ্ধ করা হয় ওই ডিক্রিতে।

এই সিদ্ধান্ত গ্রহণের কিছুক্ষণ পরই পথে নেমে আসেন শত শত বিক্ষোভকারী। রাজধানী তিউনিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন তারা। সরকারকে চাপে ফেলতে জরুরি বৈঠকে বসেন বিচারকরাও।

নাদিম সালেম নামে এক বিক্ষোভকারী রয়টার্স নিউজ এজেন্সিকে জানান, যা হয়েছে তা হলো অভ্যুত্থানের সমাপ্তি… তিউনিসিয়া একটি নবজাত গণতন্ত্র হওয়ার পরে একটি নবজাত স্বৈরাচারে পরিণত হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply