ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকানো সম্ভব মনে করে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র

|

কূটনৈতিক আলোচনার মাধ্যমে এখনও ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকানো সম্ভব। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোলানাপে এ বিষয়ে একমত হন।

ইউক্রেন ইস্যুতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) শীর্ষ দুই বিশ্ব নেতার মধ্যে দীর্ঘ ৪০ মিনিটের ফোনালাপ হয়। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর শঙ্কা, সীমান্তে রাশিয়ায় যেভাবে সেনা উপস্থিতি ঘটাচ্ছে তাতে রুশ হামলার প্রমাণ বেশ পরিষ্কার। তিনি বলেন, পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং জটিল করে তোলা হচ্ছে। এছাড়া চলমান উত্তেজনের মধ্যে পোল্যান্ডে আরও ৮টি যুদ্ধ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে হামলার শঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে লিভা শহরে দূতাবাস সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। যদিও রাশিয়ার এখনও দাবি, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply