ক্রেতাদের পণ্য সরবরাহ করতে গিয়ে নাজেহাল টিসিবি

|

স্বল্পমূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে নাজেহাল অবস্থায় টিসিবি। কম দামে পণ্যের জন্য ভোর থেকে লাইন দিচ্ছেন ক্রেতা। তিন থেকে চার ঘণ্টা অপেক্ষার পর মিলছে পণ্য। কম দামের পণ্য নিতে তৈরি হয়েছে অসাধু ক্রেতাদের সিন্ডিকেট। অভিযোগ আছে, এক শ্রেণির ভোক্তা প্রতিদিনই টিসিবির পণ্য নিয়ে বাইরে বিক্রি করে দিচ্ছে। তবে তাদেন শনাক্ত করা যাচ্ছে না।

টিসিবি’র পণ্যের জন্য সব স্পটেই এমন পরিস্থিতি। কার আগে কে দাঁড়াবে, কাকে টপকে যাওয়া যাবে সামনে সকাল থেকেই থাকে এমন প্রতিযোগিতা। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই ফেরেন খালি হাতে, ক্ষুব্ধ অনেকেই জানান হতাশার কথা।

খোলা বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে টিসিবির ট্রাকে সাধারণ মানুষের এতো ভিড়। দরিদ্র মানুষ ছাড়াও মধ্যবিত্ত শ্রেণির বড় অংশই এখন লাইনে দাঁড়িয়ে পণ্য নেন। কারণ করোনার মধ্যে আয় না বাড়লেও অসহণীয় হয়েছে মূল্যস্ফীতি।

বিক্রি ব্যবস্থায় শৃঙ্খলা আনতে যে সংখ্যাক জনবল প্রয়োজন তা টিসিবির নেই। ফলে বিক্রিতে অনিয়ম হলেও তা বন্ধে ভূমিকা রাখতে পারছে না রাষ্ট্রায়ত্ব এই প্রতিষ্ঠান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply