জায়েদ-নিপুনের পদ: হাইকোর্টে রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি

|

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে অভিনেত্রী নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণার বৈধতা প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলের শুনানি হবে আগামী ২২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুনানির এ দিন ধার্য করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। আজ আদালতে নিপুনের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে জায়েদ খানকেই সাধারণ সম্পাদক পদে বহাল রাখেন হাইকোর্ট। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিপুনের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন এবং সাধারণ সম্পাদক পদটিতে স্থিতাবস্থা জারি করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ। এর ফলে তিনি হারিয়েছেন পদ। নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। শিল্পী সমিতির পদটি নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা জেরে ইতোমধ্যে কমিটি থেকে অন্যান্য শিল্পীদের পদত্যাগের কথাও শোনা যাচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply