সাম্প্রতিক অবস্থা বিবেচনায় ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।
সরকার বলছে, অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে ফিরতে পারেন। এক্ষেত্রে পোল্যান্ডসহ নিকটস্থ দূতাবাসগুলো এটা সমন্বয় করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাস যাতে ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশির সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেজন্য তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
Leave a reply