নদীর পাড়ে কুল চাষেই সফল কুমিল্লার যুবক

|

নিজের জমি না থাকলেও থেমে থাকেনি সফলতা। কুমিল্লার গোমতী নদীর পাড়ে বিভিন্ন জাতের কুল চাষ করে ভাগ্য বদলে নিয়েছেন মোহাম্মদ শাহজাহান। তার দেখানো পথে এখন স্বাবলম্বী অনেক বেকার যুবক। মৌসুমী ফল হিসেবে বাজারে কুলের চাহিদাও বেশ।

বাবার ইচ্ছা ছেলে যাবে বিদেশ, মিলবে নিশ্চিত জীবন। কিন্তু দেশে থেকে কিছু একটা করার আগ্রহ থেকেই শাহজাহান শুরু করেন কুল চাষ। ভারত থেকে আড়াইশটি চারা সংগ্রহ করে গোমতী নদীর পাড়ে ২০১৮ সালে সামান্য জমিতে শুরু করেন কুল চাষ। দিন দিন পরিসর বেড়ে, বর্তমানে ৮০ শতক জমিতে বছরে চাষ হয় কুল। বছরে আয় হয় ৭ থেকে ৮ লাখ টাকা।

প্রতিদিনই দুর-দুরান্ত থেকে এই বাগানের কুলের স্বাদ নিতে আসে মানুষ। আবার কেউ কেউ নিজে উদ্যোক্তা হতে নেন পরামর্শ। আয়ের পথ নিশ্চিত হওয়ায় বাগানের কর্মচারীরাও খুশি শাহজাহানের সাফল্যে। ভূমিহীন পিতা আবুল কাশেমও ছেলের সাফল্যে খুশি। তবে প্রণোদনা পেলে বড় পরিসরে উৎপাদনের যাওয়া সম্ভব।

আপেল কুল চাষে সব ধরণের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। শাহজাহানের বাগানে এছাড়াও চাষ হচ্ছে নারকেলি, বাউকুল, কাশমেরী আপেলকুলসহ বিভিন্ন জাতের কুল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply