পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র্যাব এবং বাহিনীটির বর্তমান ও সাবেক কর্মকার্তাদের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি ওয়াশিংটন। তবে কাজ চলছে জানিয়ে আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৫০ বছর সম্পর্ক উদযাপন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। নিষেধাজ্ঞার বিষয়ে এই সফরে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিভিন্ন খুঁটিনাটি দিক জানতে চেয়ে পররাষ্ট্রমন্ত্রী চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেটর ও কংগ্রেস সদস্যকে। এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্টানিক চিঠি দেয়া হয়েছে। কিন্তু গতমাসের শেষের দিকে এসব চিঠি লেখা হলেও এখনও উত্তর আসেনি কোনও।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন বলেন, সাবেক রাষ্ট্রদূত খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সব আইনি উদ্যোগ নেবে।
Leave a reply