বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন পুলিশের এএসআইসহ ২ জন

|

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া এলাকায় বেড়াতে এসে পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে একজনের নাম জহিরুল ইসলাম। তিনি নেত্রকোণা পুলিশ লাইন্সে (ইনসার্ভিস সেকশনে) এএসআই হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহতের নাম ইনসান মিয়া। নিহত দু’জনের বাড়ি শেরপুর জেলায়, তারা পরস্পর বন্ধু।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদ এর সাত শহীদ মাজার সড়কে ঘটে এ ঘটনা। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন দু’জন।

আরও পড়ুন: কুয়াকাটায় সৈকত ও চরের বালিতে আটকে পড়ে মারা যাচ্ছে শত শত জেলিফিশ

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় নেত্রকোণার সীমান্ত এলাকার কলমাকান্দায় ৪টি মোটরসাইকেলে করে বেড়াতে গিয়েছিলেন ওই দুই বন্ধুসহ আরও কয়েকজন। পরে সাত শহীদ মাজার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান জহিরুল ইসলাম ও ইনসান মিয়া।

খবর পেয়ে কলমাকান্দা থানার এএসআই নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্ত করেন। নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply