ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতি আরও বাড়ছে বলে দাবি ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গের।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠকের আগে এ মন্তব্য করেন তিনি।
জেনারেল স্টলটেনবার্গ বলেন, আমরা রুশ সৈন্য প্রত্যাহারের কোনো প্রমাণ পাইনি। রাশিয়ার সেনা প্রত্যাহার না করা অবশ্যই কূটনৈতিকদের জন্য একটি প্রতিবন্ধকতা। আমরা এখন দেখেছি তা হলো রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা আগের চেয়েও বাড়িয়েছে এবং আরও সৈন্য সীমান্তে আসছে।
এর আগে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেন, যেহেতু পূর্ব নির্ধারিত সামরিক প্রশিক্ষণ শেষ হয়েছে, তাই কিছু সেনাকে সীমান্ত থেকে ফিরিয়ে আনা হচ্ছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি ইউনিটের সেনারা সামরিক ঘাঁটিতে ফিরে আসছেন। সামরিক কনভয়ের অংশ হিসেবে পৃথক ইউনিট পায়ে হেঁটে ফিরবে বলে জানান তিনি।
রুশ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত ইউক্রেন ইস্যুতে মস্কোর সঙ্গে পশ্চিমা শক্তির সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে কাজ করবে বলে মনে করা হয়েছিল। তবে রাশিয়ার ঘোষণার পরও নিশ্চিত হতে পারছে না ইউক্রেন ও ন্যাটো।
রাশিয়ার সেনা প্রত্যাহারের খবরের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, রাশিয়া বিভিন্ন বিষয় নিয়েই বিবৃতি দেয়। তবে তাদের সব কথা বাস্তবে রাখতে দেখা যায় না। এবার আসলেই রুশ সেনাদের সীমান্ত থেকে না সরতে দেখলে আমরা বিশ্বাস করব না।
/এসএইচ
Leave a reply