গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া বিশ্ববিদ্যালয়গুলো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেবে। বুয়েটের ভর্তি পরীক্ষাও নেয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ যেন না হতে হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি সমন্বয় করার জন্য এ মাসে সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সভা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবার সবার আগে শিক্ষার্থী ভর্তি যেন না করে, সে জন্য নির্দেশনা দেয়া হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় টিকার ব্যবস্থা করবে।
আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী
Leave a reply