চলতি মৌসুম শেষে পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। ফুটবল বিশ্বে এমবাপ্পের পরবর্তী গন্তব্য নিয়ে ইতোমধ্যে চলছে নানা আলোচনা। এমবাপ্পের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জন সবার মুখে মুখে থাকলেও এই গ্রীষ্মে এমবাপ্পের মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত নয় বলে জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। খবর শোনা যাচ্ছে, লিভারপুলেও যোগ দিতে পারেন এই তারকা ফুটবলার। মৌসুম শেষে এমবাপ্পে লিভারপুলে যোগ দেয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করা হয়েছে কাতালান পত্রিকা স্পোর্ট’র রিপোর্টে।
এই মৌসুমে ২৩ বছর বয়সী এমবাপ্পেকে দলে ভেড়ানোর চেষ্টা করায় সবার ধারনা ছিল তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে কাতালান পত্রিকা স্পোর্ট এর রিপোর্টে বলা হয়েছে, দলবদল নিয়ে বিস্তারিত কিছু এখনো পর্যন্ত কাগজে কলমে হয়নি। এতে আরও বলা হয়, প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও সম্মত হবার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের। এছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছে লিভারপুলও। কারণ রেডসরাও বলেছে তাকে চান।
রিপোর্টে বলা হয়, এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে পছন্দ করে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ খেলার পর তিনি বুঝতে পেরেছেন ক্লাবটি পিএসজির চেয়েও খারাপ। তাদের খেলা দেখে তিনি হতাশ হয়েছেন। তাই বিকল্প পথগুলোও খতিয়ে দেখছেন। এদিকে এমবাপ্পের জন্য পিএসজি মোটা অংকের নতুন একটি প্রস্তাব দিতে পারে। যেটি ফ্লোরেন্তিনো পেরেজের চাওয়ার চেয়েও বেশী হতে পারে।
ইএসপিনের এক রিপোর্ট বলছে, লিভারপুল বস ইয়্যুর্গন ক্লপ এ ফরাসি তারকার সাথে নিজের সম্পর্ককে কাজে লাগিয়ে তাকে অ্যানফিল্ডে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a reply