আগ্রাসন আতঙ্কের মধ্যেই ইউক্রেনের ভ্রুবিবকা গ্রামে হলো গোলাবর্ষণ। এ হামলার জন্য, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী। সরকারের নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক অঞ্চলে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রামটি। তবে, ওই গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় রয়েছে রুশ সমর্থনপুষ্ট বিদ্রোহীদের দৌরাত্ব।
প্রাথমিক তদন্ত শেষে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর নাগাদ ৭ দফা গোলাবর্ষন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুল এবং বেশ কিছু ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত দু’জন। গোলাবর্ষনে বিচ্ছিন্ন হয়েছে ওই গ্রামের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ লাইন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক বিবৃতিতে জানিয়েছেন, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট ছিলো সেনা সদস্যরা। কিন্তু, পূর্বাঞ্চলে চালানো হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বেসামরিক সাধারণ মানুষ। এক টুইট বার্তায় এই হামলাকে উস্কানিমূলক আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
/এসএইচ
Leave a reply