নাপোলির বিপক্ষে হোঁচট খেলো বার্সা

|

ছবি: সংগৃহীত

আক্রমণভাগের ব্যর্থতায় নাপোলির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না বার্সেলোনা। নাপোলির বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে ইউরোপা লিগে টিকে থাকার লাড়াইয়েও কঠিন চ্যালেঞ্জে পড়ে গেলো জাভির দল।

আবারও আক্রমণভাগের দুর্বলতা প্রকটভাবে দেখা দিলো বার্সেলোনার। ম্যাচে ৭০ ভাগ বল দখলে রাখা সত্ত্বেও টার্গেটে মাত্র ৫টি শট নিতে পেরেছে দলটি। ম্যাচের শুরু থেকেই নিজেদের দখলে বল রেখে আক্রমণে উঠে বার্সা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না দলটি।

বিপরীতে ২৮ মিনিটে পিওতর জিয়েলিন্সকির গোলে লিড নেয় নাপোলি। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান ফারান তোরেস। আর তাতে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় জাভি হার্নান্দেজের দলের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply