সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী। পেন্টাগন থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করেই দফায় দফায় চালানো হয়েছে এই হামলা।
এর আগে রাসায়নিক হামলার জেরে, সিরিয়ায় সমন্বিত অভিযানের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজে জাতির উদ্দেশ্যে রাখা ভাষণে ট্রাম্প বলেন, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্রের মজুদ লক্ষ্য করে হামলা চলছে। অভিযানে অংশ নিয়েছে মিত্র যুক্তরাজ্য এবং ফ্রান্স।
সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দেয়ায় রাশিয়ার বিরুদ্ধেও ক্ষোভ জানান ট্রাম্প। সতর্ক করে দিয়ে বলেন, শান্তি ও স্থিতিশীলতা আনতে সভ্য দেশগুলোর সাথে যোগ দেবে, নাকি অন্ধকারের পথে হাঁটবে- সে সিদ্ধান্ত মস্কোকে নিতে হবে এখনই।
এদিকে, হামলা ঠেকাতে যুদ্ধক্ষেত্রে নেমেছে সিরীয় বিমান বাহিনীও। জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি আসাদ মিত্র রাশিয়ার তরফ থেকে।
Leave a reply