মদের অবাধ অনুমতির সমালোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

|

দ্রুত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমালে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে মদের অবাধ অনুমতিরও কঠোর সমালোচনা করেন বক্তারা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। দফায় দফায় তেলের দাম বাড়ার জন্য সরকারকে দায়ী করেন তারা।

নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যার্থ হয়েছে। এসময় ভারত সরকার হিজাব বন্ধ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। সরকারকে ভারতের এসব কার্যকলাপের প্রতিবাদ করারও আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply