থেমেছে নারিন-ঝড়

|

ছবি: সংগৃহীত

বিপিএলের ফাইনালে থেমেছে সুনিল নারিনের ঝড়। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৬ বলে ৫৭ রানের টর্নেডো ইনিংসের পর ফাইনালে ফরচুন বরিশালের বিরুদ্ধেও মাঠে চার-ছয়ের ঝড় তুলে ২৩ বলে ৫৭ রান করেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

আজ (১৮ ফেব্রুয়ারি) শিরোপা জয়ের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিবেদনটি লেখা পর্যন্ত কুমিল্লার রান ছিল ৬ ওভারে ২ উইকেটে ৭৩ রান। সুনিল নারিন ২১ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ব্যাটিং অর্ডারের শুরুতে সুনিল নারিনকে নিয়ে এসে দারুণ সিদ্ধান্তই নিয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ফাইনালেও দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন নারিন। ৫টি করে চার ও ছয় হাঁকিয়ে পাওয়ার প্লেতে দলের রান রেট ১২’র উপরে নিয়ে গেছেন তিনি।

লিটন দাসকে বোল্ড করে ম্যাচে দলকে ফিরিয়ে এনেছিলেন সাকিব আল হাসান। এরপর মেহেদি হাসান রানার ডেলিভারিকে সীমানা ছাড়া করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন সুনিল নারিন।

আরও পড়ুন: ৪৯ বলে সেঞ্চুরি টেইলরের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply