শীতল যুদ্ধের যুগে ফিরছে বিশ্ব। এমন শঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সিরিয়ায় ক্রমাগত যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং এনিয়ে বিভিন্ন দেশের মধ্যে বিবাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি।
শুক্রবার, নিরাপত্তা পরিষদের বৈঠকে বিবদমান পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। বলেন, অতীতে অনেকবার বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলেও সেসময় পরিস্থিতি সামলে নেয়ার সদিচ্ছা ছিলো বিবাদমান পক্ষের মধ্যে, যা বর্তমানে অনুপস্থিত।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, দুমায় গত সপ্তাহের রাসায়নিক হামলার প্রমাণ মিলেছে বলে দাবি করে। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দেশ দু’টো।
গৃহযুদ্ধের ৮ বছরে অন্তত ৫০ বার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার দাবি, আসাদ সরকারকে উৎখাতে রাসায়নিক হামলা ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।
Leave a reply