মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে চলচ্চিত্র তৈরি করছেন পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে উপন্যাসের নামেই। আর এতে প্রধান এক চরিত্রে পর্দায় আসতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৩৬ সালে। সেই সময়কে প্রকাশ করতে গিয়ে সামাজিক এই উপন্যাসের চরিত্রগুলোর সাজসজ্জায় কেমন হবে, তা দেখা গেছে ভারতীয় সংবাদপত্রে। ‘কুসুম’ চরিত্রে অভিনয় মকরা জয়া আহসানের সাজসজ্জা প্রকাশিত হয়েছে। সেখানে গামছায় বাঁধা চুলে ব্লাউজহীন শাড়ি পরিহিত জয়ার চোখে ছিল কাজল, হাতে শাঁখা।
কালজয়ী এই উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নুসরাতের সঙ্গে গাইবেন তাই গিটার বাজানোর অভ্যাস করছেন যশ
Leave a reply