ব্রাজিলে ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৩৬

|

ব্রাজিলের পেত্রোপলিস শহরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জন। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ। বিবিসির খবরে জানানো হয়েছে এমন তথ্য।

ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাঁচ শতাধিক সদস্য। কাদামাটির নিচে চাপা পড়ে আছে বহু ছোটবড় যানবাহন ও ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি। এতে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

উদ্বাস্তু বাসিন্দারা এখনও অবস্থান করছেন স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে। তাদেরকে জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার দ্বিতীয় দফা ভূমিধসের পূর্বাভাস দেয় আবহাওয়া আধিদফতর। তবে এদিন আঘাত হানেনি কোনো দুর্যোগ।

শুক্রবার দুর্যোগ কবলিত পেত্রোপলিস শহর পরিদর্শন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সাড়ে ৯ কোটি ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply