মিরপুরে চলছে দোকান ও শপিংমলে কর্মরতদের গণটিকাদান কার্যক্রম

|

গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে টিকা নিচ্ছেন শপিংমল দোকানে কর্মরতরা

আজ থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দোকান ও শপিংমলে কর্মরতদের গণটিকাদান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার টিকা পাচ্ছেন রাজধানীর মিরপুর অঞ্চলের মানুষ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর দোকান মালিক সমিতির উদ্যোগে সকাল ১০টা থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। কার্যক্রম সফল করতে মিরপুরের ৫টি কেন্দ্রে ৮ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে একে একে টিকা নিচ্ছেন মিরপুরের শ্রমজীবী মানুষেরা। জানা গেছে, আগে থেকে অনলাইনে নিবন্ধন করা না থাকলেও শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্পটে নাম নিবন্ধন করানো যাচ্ছে৷ টিকা নেয়ার পর তাদের দেয়া টিকা কার্ড পরবর্তী সময়ে ভ্যাকসিন সার্টিফিকেট হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply