পটুয়াখালী প্রতিনিধি
দেশের ৫০ লক্ষ খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন এবং ২৭ নভেম্বর “ভূমিহীন সংগ্রাম দিবস” জাতীয়ভাবে পালনের লক্ষে পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন সাগরপড়ের চরহাদিতে ২১ জেলার ভূমিহীনদের নিয়ে চর সম্মেলন অনুষ্টিত হয়েছে। আজ দুপুর বারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলার মধ্য চরহাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক ফেডাশনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপদেস্টা অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিপিবিএমএল এর কেন্দ্রিয় কমিটির সদস্য মোখলেছ উদ্দিন শাহিন, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, আদিবাসি সমিতির সাধারণ সম্পাদক অমলি কিসকু, কৃষানী সমিতির সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ শামসুন নাহার ডলি, সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ ইকবাল প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর বলেন, দেশকে দারিদ্রমুক্ত করতে হলে ভূমিহীন কৃষকদের জমির মালিক করতে হবে। নতুন জেগে ওঠা চর সুষ্ঠুভাবে বন্টন করে বসবাস উপযোগী করে চাষাবাদের ব্যবস্থা করতে হবে এবং তা অবশ্যই প্রকৃত কৃষকদের মাঝে সমবন্টন করতে হবে। তিনি বলেন, লাঠিয়াল জোয়ালদের কবল থেকে ভূমিহীনদের মুক্ত করতে হবে, আইনি জটিলতা থেকে কৃষকদের রক্ষাকল্পে সরকারকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলে বসবাসকারীদের রাষ্ট্রের মৌলিক চাহিদাগুলো যাতে পূরন হয় সেদিকে সরকারের কঠোর নজরদারী দরকার। কারণ এরাই প্রকৃত মানুষ। এদের প্রতি সরকারের ন্যায্য পাওনাটুকু যাতে পায় সে ব্যবস্থার দাবি জানান।
বাংলাদেশ কৃষক ফোরেশন, কৃষানী সভা, ভূমিহীন সমিতি ও আদিবাসী সমিতি কর্তৃক আয়োজিত উক্ত সম্মেলনে পাচ হাজারেরও বেশি ভূমিহীন কৃষক কৃষানী অংশগ্রহন করেন।
Leave a reply