মেট্রোরেলের ৫ ও ৬ নম্বর স্টেশনের ল্যান্ডিং পরিবর্তনের আহ্বান

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মেট্রোরেলের ৬ নম্বর স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এর ল্যান্ডিং ফুটপাতের ভেতরে হওয়ায় ৫ ও ৬ নম্বর স্টেশনের ল্যান্ডিংয়ের স্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে মিরপুর ১০’এ অবস্থিত এমটিআর-৬ এর স্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান মেয়র। তিনি বলেন, মেট্রোরেলের ল্যান্ডিং যদি ফুটপাতে হয়, তাহলে উচ্চ ঝুঁকির সম্ভাবনা থাকে। তিনি আরও বলেন, পাশেই রয়েছে সিটি করপোরেশনের জমি। সেখানে গ্রাউন্ড করা গেলে সিড়ি-লিফট আর ফুটপাতে পড়বে না।

এ সময় মেট্রোরেলের পিডি আফতাব উদ্দিন তালুকদার বলেন, ফুটপাতের ভেতরে মেট্রোরেলের কোনো ধরনের ল্যান্ডিং হবে না। তাই সাধারণ জনগণের কথা মাথায় রেখে সিটি করপোরেশন তাদের নিজস্ব অঞ্চলে পার্কিংয়ের ব্যবস্থা করবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর দেয়া সময়সীমার মধ্যেই কাজ সমাপ্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ট্রানজিট অরিয়েন্টেড ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা মনে করি, সিটি করপোরেশনের সাথে মেট্রো ৫ ও ৬ এর মিটিংয়ের ফলে নগরবাসী অনেক উপকৃত হবে।

আরও পড়ুন: কাল থেকে সব ম্যাসেজ বাংলায় পাঠাবে মোবাইল অপারেটররা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply